বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

গুগলের আনুষ্ঠানিক ঘোষণা - নতুন Android Marshmallow

গুগল তাদের মোবাইল অপারেটিং সিস্টেম  Android এর নতুন সংস্করণ যেটাকে এতোদিন Android M বলে পরিচয় দিয়ে আসছিল, আজ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। নতুন এই সংস্করণের নাম তারা রেখেছে Android Marshmallow. পৃথিবী জুড়ে জনপ্রিয় খাবার মার্শমাল্লোর নাম অনুসারেই এই নাম রাখা হয়েছে। এছাড়া গুগল এটিও জানিয়েছে যে এটি হবে Android  এর ৬.০ নম্বর সংস্করণ।
গুগল তাদের রীতি অনুযায়ী খাবারের নাম অনুসারে Android এর ভার্সনগুলোর নাম রাখে। তাছাড়া নামগুলোর প্রথম অক্ষর ক্রমানুসারে সাজানো হয়। এইভাবেই তারা আগের সবগগুলো সংস্করণের নাম রেখেছে। Android এর পুর্ববর্তী সংস্করণগুলো-
Cupcake (1.5)
Donut (1.6)
Eclair (2.0–2.1)
Froyo (2.2–2.2.3)
Gingerbread (2.3–2.3.7)
Honeycomb (3.0–3.2.6)
Ice Cream Sandwich (4.0–4.0.4)
Jelly Bean (4.1–4.3.1)
KitKat (4.4–4.4.4, 4.4W–4.4W.2)
Lollipop (5.0–5.1)

No comments